বর্ষ: ১, সংখ্যা: ২
জুমাদাল আখিরাহ ১৪৪৭ | সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর- ২০২৫
ফাতাওয়া ও মাসায়িল ফতোয়া বিভাগ : জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ হজ্ব-উমরা
ইয়াকুব, নরসিংদী
মিশরে অবস্থানরত বাংলাদেশী ব্যক্তি কোথা থেকে হজের রেজিষ্ট্রেশন করবেন? 󠆿
১১০ প্রশ্ন: একজন বাংলাদেশী মিশরে লেখা-পড়া করেন। তিনি তার বাংলাদেশী এক আত্নীয়ের পক্ষ থেকে বদলি হজ্ব করতে চাচ্ছেন। জানার বিষয় হলো, তিনি কি মিশরেই হজ্বের জন্য রেজিষ্ট্রেশন করবেন , নাকি বাংলাদেশে এসে এখান থেকে রেজিষ্ট্রেশন করবেন?
উত্তর: ইসলামি শরিয়ামতে বদলি হজ্ব আদায়কারী ব্যক্তি যদি স্বেচ্ছায় মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে নফল হজ্ব করতে চায়, তাহলে যে কোনো স্থান থেকে হজ্বের রেজিষ্ট্রেশন করতে পারে। অতএব, প্রশ্নোক্ত সুরতে মিশরে অবস্থানরত ব্যক্তি যেহেতু স্বেচ্ছায় তার আত্নীয়ের পক্ষ থেকে নফল হজ্ব করতে চাচ্ছেন, তাই তিনি মিশর থেকে হজ্বের রেজিষ্ট্রেশন করতে পারবেন।
(الفتاوى الهنديه : ١/ ٣٢٣)
فإن لم يبين مكانا يحج عنه من وطنه عند علمائنا. وهذا إذا كان ثلث ماله يكفي للحج من وطنه ، فأما إذا كان لا يكفي لذلك ، فانه يحج عنه من حيث يمكن الاحتاج عنه بثلث ماله....... وان اوصى ان يحج عنه من موضع كذا من غير بلده يحج عنه من ثلث ماله من ذلك الموضع الذي بين قرب من مكة أو بعد عنها...... ولو احج عنه من غير وطنه مع امكان الاحجاج من وطنه من ثلث ماله ، فان الوصي يكون ضامنا. ويكون الحج له ، ويحج عن الميت ثانيا الا إذا كان المكان الذي احج منه قريبا إلى وطنه من حيث يبلغ اليه ويرجع الى وطنه قبل الليل৷ فحينئذ لا يكون ضامنا.
শরীফুল ইসলাম
গাজীপুর
১১১ প্রশ্ন: মুহতারাম, শিশু ছেলেকে হজ্বে নিলে ইহরামের সাথে প্যামপাস পরানো যাবে কি না?
উত্তর: শিশুকে ইহরাম বেঁধে দিলে অভিভাবকের উচিৎ তাকে ইহরামের নিষিদ্ধ জিনিসসমুহ থেকে বিরত রাখা। তাই প্রয়োজন ছাড়া শিশুকে ইহরাম অবস্থায় প্যাম্পাস না পরানোই উচিৎ, তবে যদি প্যাম্পাস পরিয়েই ফেলে, তাহলে এর কারণে কোনো কিছু আবশ্যক হবে না।
رد المحتار على الدر المختار ٥٣٤/٣ المكتبة الأشرفية.
وينبغي لوليه أن يجنبه من محظورات الإحرأم كلبس المخيط والطيب وإن ارتكبها الصبي لا شئ عليهما.
আল মাবসুত লিসসারাখসী ৪/১৪৩;
ফাতাওয়া খানিয়া ১/১৭৬;
আলমুহিতুল বুরহানি ৩/৪৭৭;
আলবাহরুল আ’মীক ২/৬৮৮;
আলবাহরূর রায়েক ২/৫৫৩;
"শান্তি ও নিরাপত্তা সংকট এবং সিরাতে তাইয়্যিবার আলোকে সমাধান" —ড. বশির আহমদ রিন্দ
রাসুল (সা.) এর জন্মতারিখ এর তাত্ত্বিক বিশ্লেষণ লেখক: মুফতি রেজাউল হক দা.বা. শায়খুল হাদিস ও মুফতি, জামিয়া দারুল উলুম যাকারিয়া, দক্ষিণ আফ্রিকা